ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর (নিরাপদ মাংসের বাজার উন্নয়ন) – bnjobs.com

ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর (নিরাপদ মাংসের বাজার উন্নয়ন)

WAVE Foundation

  • Agro (Plant/Animal/Fisheries)
  • Full time
  • 8 months ago
  • khulna

Job Description

Vacancy

1

Job Context

    বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন জাতীয় ও স্থানীয় পর্যায়ে স্থায়িত্বশীল জীবিকায়ন, সুশাসন ও অধিকার এবং সামাজিক উন্নয়ন ও জলবায়ু ঘাত-সহিষ্ণুতা ডোমেইন -এর অধীনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বর্তমানে সংস্থা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ও উন্নয়ন সহযোগী সংস্থা ইফাদের অর্থায়নে Rural Microenterprise Transformation Project (RMTP)- এর আওতায় ৩ বছর মেয়াদি `নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপপ্রকল্প চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলা ও দামুড়হুদা উপজেলা; মেহেরপুর জেলার সদর উপজেলা, মুজিবনগর ও গাংনী উপজেলা এবং ঝিনাইদহ জেলার সদর উপজেলায় বাস্তবায়ন করছে। প্রকল্পের নিম্নোক্ত পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

Job Responsibilities

  • কন্ট্রাক্ট ফার্মিং করছে এমন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক বায়ার খুঁজে বেড় করা, তাদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি ও প্রত্যেকের বিজনেস মডেল পর্যালোচনাপূর্বক উপযুক্ত বায়ার চিহ্নিত করে উপ-প্রকল্পের কার্যক্রম সম্পর্কে তাদেরকে অবহিত করা।
  • প্রাণী মোটাতাজাকরণ ব্যবসা করতে আগ্রহী এমন খামারি খুঁজে বেড় করা, তাদেরকে মাংস উৎপাদনকারী জাতের গরু, মহিষ, ভেড়া/গাড়ল ও ছাগল পালনে উদ্বুদ্ধ করা এবং খামারিদের কমসময়ে অধিক মাংস প্রদান করে/মাংস উৎপাদনকারী জাতের প্রাণী ক্রয় ও পালনে কারিগরি সহায়তা প্রদান।
  • উপ-প্রকল্প এলাকায় গাড়ল, বোয়ার ছাগল, ডরপার ভেড়া, ব্রাহমা ষাঁড় ইত্যাদি জাতের প্রাণীর ক্লাস্টার সম্প্রসারণে কার্যকরী ভ’মিকা রাখা।
  • প্রাণী বিক্রয়ে জটিলতা কমাতে প্রয়োজনে গ্রাম পর্যায়ে কালেকশান পয়েন্ট উন্নয়ন (সপ্তাহে ১/২ দিন), উক্ত কালেকশান পয়েন্টের সাথে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ক্রেতার সংযোগ স্থাপনে কার্যকরি ভ’মিকা রাখা।
  • লাইভ এনিমেল পরিবহণ করছে এমন সার্ভিস প্রভাইডার খুঁজে বেড় করা, তাদের সার্ভিসের সমস্যাসমূহ পর্যালোচনা করা, ঈড়ংঃ-ঊভভবপঃরাব পদ্ধতিতে স্বল্প সময়ে অধিক প্রাণী পরিবহণে নিরাপদ পরিবহণ ব্যবস্থার উন্নয়ন, পরিবহণ সার্ভিসকে ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড মার্কেটের সাথে সংযোগ স্থাপনে কার্যকরী ভ’মিকা রাখা।
  • উপপ্রকল্পের কর্মএলাকা মাংস প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট উন্নয়ন, প্ল্যান্টের সাথে খামারিদের কন্ট্রাক্ট ফার্মিং উন্নয়ন, প্ল্যান্টে উৎপাদিত হিমায়িত মাংসের বৈচিত্র্যায়ন, সনদায়ন, মোড়ক ও ব্র্যান্ড উন্নয়ন, সাব-কন্ট্রাক্টিং উন্নয়ন, এফ-কমার্স উন্নয়ন, সেলস প্রমোশন, হিমায়িত মাংসের পরিবহণ সার্ভিস উন্নয়নসহ হিমায়িত মাংসের বিক্রয় বৃদ্ধিতে প্রয়োজনীয় কর্মকাÐ গ্রহণে কারিগরি সহায়তা প্রদান।
  • জেলা প্রাণীসম্পদ, পৌরসভা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে সমন্বয়েরমাধ্যমে ¯øটার হাউস ও বুচার শপ উন্নয়ন, সংশ্লিষ্ট কসাইদের মাংসের বিভিন্ন কাট বিষয়ে প্রশিক্ষণ, বুচারশপের সাথে কন্ট্রাক্ট ফার্মিং উন্নয়ন, বুচারশপের মাংসের ব্র্যান্ডিং, সেলস প্রমোশনসহ ফ্রেস ও হিমায়িত মাংসের বিক্রয় বৃদ্ধিতে অন্যান্য কর্মকাÐ পরিচালনা করা।
  • উদ্যোক্তা, খামারী ও সংশ্লিষ্টদের শিক্ষা সফরের মাধ্যমে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা সম্পর্কে সাম্যক ধারণা, নতুন উদ্যোক্তা উন্নয়ন, হিমায়িত মাংসের বাজার সৃষ্টি, শিখনসমূহ জাতীয় পর্যায়ে তুলে ধরা ও নতুন প্রক্রিয়াজাত কারখানা উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখা।
  • মাসিক সভায় কর্মকাÐের অগ্রগতি পর্যালোচনা, মাসিক প্রতিবেদন তৈরি, টিমের সাথে কার্যক্রমের হাতনাগাদ তথ্য বিশ্লেষণ, মাঠ পর্যায়ের গুড প্যাকটিস চিহ্নিতকরণ, নিজ টিম ও অন্যান্য স্টেকহোল্ডারদের জন্য নিয়মিত লার্নিং এন্ড সেয়ারিং সেশন আয়োজন।
  • মনিটরিং এন্ড রেজাল্ট ম্যানেজমেন্ট অফিসার ও ফাইন্যান্স, এডমিন এন্ড প্রকিউমেন্ট অফিসারের সাথে নিয়মিত উপ-প্রকল্পের ইন্টারভেনশান, বাজেট ও লগফ্রেম পর্যালোচনা করা, পিছিয়ে থাকা কর্মকাÐসমূহ চিহ্নিতকরণ ও লক্ষ্য অর্জনে কর্মপরিকল্প তৈরি ও বাস্তবায়ন।
  • বিভিন্ন সংস্থা/মার্কেট এক্টরদের বিদ্যমান পলিসি পর্যালোচনা, নতুন পলিসি উন্নয়নে এ্যাডভোকেসী এবং বিভিন্ন সংস্থা/প্রাইভেট সেক্টর কর্তৃক বাস্তবায়নযোগ্য নতুন প্রযুক্তি হস্তান্তর।
  • উপ-প্রকল্পের সুপারভাইজার কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব সুষ্ঠভাবে সম্পন্ন তৎপর থাকা।

Employment Status

Full-time, Contractual

Workplace

  • Work at office

Educational Requirements

  • যে কোন পাবলিক বিশ্ব বিদ্যালয় হতে ডিভিএম/এনিমেল হাসবেন্ড্রি/কৃষি বিজ্ঞানে অনার্স অথবা পাবলিক বিশ্ব বিদ্যালয় হতে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর।

Experience Requirements

  • At least 5 year(s)

Additional Requirements

  • Age 30 to 40 years
  • ভ্যালু চেইন অথবা মার্কেট ডেভেলপমেন্ট এপ্রোচ/প্রোগ্রামে জাতীয়/আন্তর্জাতিক সংস্থায় কমপক্ষে ৫ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা ও সনদ থাকতে হবে। কন্ট্রাক্ট ফার্মিং ও প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • মোটর সাইকেল চালানোয় পারদর্শী ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
  • কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপে পারদর্শী হতে হবে। এমএসওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

Job Location

চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর

Salary

    Tk. 37000 (Monthly)

Compensation & Other Benefits

  • Festival Bonus: 2

Job Qualification

  • যে কোন পাবলিক বিশ্ব বিদ্যালয় হতে ডিভিএম/এনিমেল হাসবেন্ড্রি/কৃষি বিজ্ঞানে অনার্স অথবা পাবলিক বিশ্ব বিদ্যালয় হতে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর।
Job alerts

Receive emails for the latest jobs matching your search criteria

Uploading