পরীক্ষা ২০০ মার্কস
আপনি
লিখিত পরীক্ষায় =১৩০/১৩৫
ভাইবায় = ১৮/২২
মোট ঃঃ ১৪৮/১৫৭ পেলে জব মোটামুটি নিশ্চিত।
#এই মার্কস গুলো বাড়তেও পারে এবংকমতেও পারে।
তাই
১. অংক যে কটা পারেন(৪/৫) দ্রুত উত্তর দিয়ে অন্য সেকশনে হাত দিবেন। এই সেকশনে কোন ভাবেই সময় বেশি ব্যয় করবেন। তা না হলে অন্য সেকশন গুলোতে সময় মিলাতে পারবেন না।
অর্থাৎ সবগুলো অংক করতে যেয়ে সময় যেন সময় বেশি ব্যয় না হয়।
২. Translation গুলো শেষে উত্তর না করাই ভালো। কারণ শেষে উত্তর দিতে গেলে ভুল বেশি হয়।
৩. ফোকাস রাইটিং গুলো ভালো করে দিতে হবে। আমরা মাক্সিমাম জব প্রত্যাশীরা শেষের দিকে কোন রকম করে ফোকাস রাইটিংগুলো লিখে এসে এমন একটা মনোভাব তৈরি হয় যে সবতো টাচ করেছি মার্কস ভালোই পাবো।
অর্থাৎ এই অংশ খুবই গুরুত্ব দেওয়া উচিত।
প্রমান আছে অনেকেই ১/২ টি অংক দিয়ে + বাকি পার্ট ভালো লেখে জব পেয়েছে।
৪. Comprehension:
এই বিষয়টি নিয়ে কেউ কিছু বলে না। অনেকই মনে করে যা খুশি তাই লিখে দিলেই মার্কস দিবে। আসলে তা না।এখানে প্রথমে প্যাসেস না পড়ে Question পড়বেন এবং Question গুলোর উত্তর প্যাসেস এ থাকে। শুধু synonym গুলো অন্য ব্যবহার করবেন। Passage এ যদি reduce থাকে আপনি reduce এর synonym alleviate, curtail ইত্যাদি শব্দগুলো ব্যবহার করবেন।
৫. বাংলা এবং ইংরেজি লেটারগুলোর সঠিক ফরম্যাট ব্যবহার করবেন।
উপরের আলোচনা থেকে এটা নিশ্চিত যে ভালো মার্কস পেতে হলো যেকোন উপায়ে সব কিছু লিখতে হবে। তা না হলে এই কঠিন প্রতিযোগতায় জব হাত ছাড়া হয়ে যাবে।
সবার জন্য শুভকামনা রইল